কাশিমপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাশিমপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৫ জুলাই, ২০১৬

কোনাবাড়ি-কাশিমপুর সড়ক বেহাল, চরম দুর্ভোগে এলাকাবাসী

কোনাবাড়ি-কাশিমপুর সড়কের বেহাল অবস্থা
এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি-কাশিমপুর সড়কটি বেহাল। কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় তিন মাস ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এখন হেঁটে চলাচল করাও অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে কাশিমপুর পর্যন্ত অংশের দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার। তিন-চার মাস আগে সড়কটির কোনাবাড়ি প্রান্ত থেকে সংস্কারকাজ শুরু হয়। এক কিলোমিটারের কম সড়কে আরসিসি ঢালাই দেওয়া হয়। সড়কের এক পাশে নালাও নির্মাণ করা হয়েছে। কিন্তু সড়কের বাকি অংশের কাজ বন্ধ হয়ে আছে। এ অংশে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলোতে পানি জমে আছে। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

এখন এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, সড়কটিতে হেঁটেও চলাচল করতে পারছেন না মানুষ।

কাশিমপুর বাজারের ব্যবসায়ী সুলতান মিয়া বলেন, দোকানের মালামাল ক্রয় করতে প্রতিদিনই কোনাবাড়ি বাজারে যেতে হয়। রাস্তা বেহাল হওয়ায় বাড়তি চার-পাঁচ কিলোমিটার দূর ঘুরে কোনাবাড়ি যেতে হয়।

জরুনের কেয়া স্পিনিং কারখানার শ্রমিক সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন কারখানায় কাজে যেতে হয়। অথচ রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় এতে হাঁটা যায় না। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বেশি ভাড়া দিয়ে রিকশায় করে কাজে যেতে হয়।

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের আরসিসি ঢালাই করা অংশ চলাচলের জন্য এখনো খোলা হয়নি। এখন রাস্তার ওপর হাটবাজার বসছে। সড়কটির বাকি পাঁচ কিলোমিটার অংশেই বড় বড় গর্ত আছে। এসব গর্তে পানি জমে আছে। এলাকাবাসী ও স্থানীয় কারখানার শ্রমিকদের কাদাপানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে। কয়েকটি স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাকে বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়।

হরিণাচালা এলাকার বাসিন্দা মোনতাজ আলী বলেন, রাস্তা খারাপ থাকায় রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোনো কাজ হয় না।

স্কুলশিক্ষক রহিম সরকার বলেন, সড়কটির আশপাশে কয়েকটি কিন্ডারগার্টেন রয়েছে। এসব স্কুলে কয়েকশ ছেলেমেয়ে লেখাপড়া করেন। স্কুলে যাতায়াতের সময় শিশুদের জামাকাপড় কাদাপানিতে নষ্ট হয়ে যায়। তিনি অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহমুদা আক্তার বলেন, কোনাবাড়ি-কাশিমপুর সড়কের জরুন এলাকা থেকে তাঁর ওয়ার্ড শুরু হয়েছে। সেখান থেকে তাঁর পুরো এলাকার রাস্তাই খারাপ। মানুষ ঠিকমতো চলাচল করতে পারছেন না। এলাকার এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তা।

সিটি কর্পোরেশনের জোন-৫-এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রহমান বলেন, ওই সড়কের কিছু অংশে কাজ করা হয়েছে। বাকি অংশের কাজও পর্যায়ক্রমে করা হবে।

বুধবার, ১৩ জুলাই, ২০১৬

কাশিমপুরে বিকাশকর্মীকে গুলি করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই


এবিসি নিউজ
কাশিমপুর, গাজীপুর

কাশিমপুরে এক বিকাশকর্মীকে গুলি করে দুর্বৃত্তরা সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিকাশকর্মী নাম মো. সেলিম হোসেন (৩২)।স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বিকাশের গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি-কাশিমপুর এলাকার ডিস্ট্রিবিউটর জমাদ্দার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মহিউদ্দিন জমাদ্দার জানান, বিকাশকর্মী সেলিম কাশিমপুর এলাকার বিভিন্ন বিক্রয় পয়েন্ট থেকে টাকা তুলে ফেরার পথে ডিবিএল পোশাক কারখানার কাছাকাছি পৌঁছালে ২টি মোটরসাইকেল থাকা ৪/৫ যুবক তার গতিরোধ করে। পরে তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি করে। এ সময় তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ভর্তি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কাশিমপুর কারাগারে শীর্ষ সন্ত্রাসী কামাল পাশার মৃত্যু


এবিসি নিউজ
কাশিমপুর, গাজীপুর

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল পাশা ওরফে পাশা (৪৫) মৃত্যু বরণ করেছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে তার দেহত্যাগ হয়। কামাল পাশা টাঙ্গাইলের কালিহাতী থানার ঝাপড়াজান এলাকার লিয়াকত আলীর ছেলে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।

কাশিমপুর কারাগার সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসীদের তালিকাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি কামাল পাশা ওরফে পাশা আজ সকালে হঠাৎ কারাভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য প্রথমে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হলেও পরে সেখান থেকে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টা ২৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ২০০২ সালে গ্রেপ্তারের পর ২০০৫ সালের ২৬ আগস্ট পাশাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়। রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও রমনা থানার দুটি পৃথক হত্যা মামলা এবং তেজগাঁও থানার একটি অস্ত্র মামলায় আদালত তাঁকে ৯০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানার একটি ও তেজগাঁও থানার দুটি মামলা বিচারাধীন ছিল।

বুধবার, ৬ জুলাই, ২০১৬

গাজীপুরে বজ্রাঘাতে ৬ জন দগ্ধ


স্টাফ রিপোর্টা

গাজীপুর সিটি করর্পোরেশনের সারদাগঞ্জ এলাকায় বজ্রাঘাতে ছয়জন দগ্ধ হয়েছেন। তারা সকলে স্থানীয় জহির উদ্দিনের বাড়ির ভাড়াটে।  তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহতরা হলেন- দিনাজপুরের দবির উদ্দিন ওরফে তবিবুর (৫০) ও স্ত্রী মেরিনা (৪৫), ছেলে সেলিম মিয়া (৩২), সেলিমের স্ত্রী সামিয়া (২৭) ও মেয়ে সুমাইয়া (০৫) এবং অন্য ভাড়াটে রহিজুল ইসলামের মেয়ে জামিয়া (১২)।

গাজীপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের (সারদাগঞ্জ) কাউন্সিলর এটি এম সফিজ উদ্দিন আহমদ জানান, সোমবার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে জহিরের ভাড়া বাড়ির টিনের ঘরের দুইটি কক্ষের চাল উড়ে যায়।

এসময় তাদের আর্ত চিৎকারে আসপাশের লোকজন এসে দেখতে পান দুই কক্ষের সকলেই কম-বেশি দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে বজ্রঘাতে তারা দ্বগ্ধ হয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের হাসপাতালে আনা হয়েছে। তারা সকলেই কম-বেশী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দবির ও তার স্ত্রী বেশি দগ্ধ হয়েছেন।