বুধবার, ১৩ জুলাই, ২০১৬

কাশিমপুরে বিকাশকর্মীকে গুলি করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই



এবিসি নিউজ
কাশিমপুর, গাজীপুর

কাশিমপুরে এক বিকাশকর্মীকে গুলি করে দুর্বৃত্তরা সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিকাশকর্মী নাম মো. সেলিম হোসেন (৩২)।স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বিকাশের গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি-কাশিমপুর এলাকার ডিস্ট্রিবিউটর জমাদ্দার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মহিউদ্দিন জমাদ্দার জানান, বিকাশকর্মী সেলিম কাশিমপুর এলাকার বিভিন্ন বিক্রয় পয়েন্ট থেকে টাকা তুলে ফেরার পথে ডিবিএল পোশাক কারখানার কাছাকাছি পৌঁছালে ২টি মোটরসাইকেল থাকা ৪/৫ যুবক তার গতিরোধ করে। পরে তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি করে। এ সময় তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ভর্তি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সংশ্লিষ্ট লিংকঃ