
এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর
শ্রীপুরের একটি বাঁশঝাড় থেকে হাজেরা খাতুন (৪৭) নামে এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছেন শ্রীপুর মডেল থানার পুলিশ।
সোমবার দুপুরে শ্রীপুরের নতুনপটকা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাজেরা স্থানীয় নতুনপটকা এলাকার আব্দুস সামাদের স্ত্রী।
শ্রীপুর মডেল থানার এসআই আব্দুল ছাত্তার জানান, বসত-বাড়ি থেকে আনুমানিক ১৫০ গজ দূরে একটি বাঁশঝাড়ে এক রাখাল গরু নিয়ে যাওয়ার সময় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দেন।
নিহতের শরীরের কাপড়, মাথার চুলসহ শরীরের বিভিন্ন স্থান আগুনে পোড়া রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই এসআই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি আরো জানান, রোববার রাতেও হাজেরা তাদের বাড়িতে ছিলেন। আজ সকালে তাকে বাড়িতে দেখতে না পেলে পরিবারের লোকজনের মনে করেছিলেন তিনি (হাজেরা খাতুন) হয়তো কোথাও গিয়েছেন।