এবিসি নিউজ
টঙ্গী, গাজীপুর
টঙ্গীতে র্যাব-১-এর মোবাইল কোর্ট মঙ্গলবার দুপুরে তিনটি হোটেল, রেস্তোরাঁর মালিক ও ব্যবস্থাপককে কারাদণ্ডসহ দেড় লাখ টাকা জরিমানা করেছেন।
র্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে টঙ্গীর রেলস্টেশন এলাকার আজাদ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ রেস্তোরাঁকে ৫ হাজার টাকা, আজাদ গেস্ট হাউসের ব্যবস্থাপক মাসুম খানকে ৫০ হাজার টাকা এবং এর কর্মী হবিবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজাদ গেস্ট হাউসের মাসুম খানকে আরও ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তানিয়া নামের এক তরুণীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় র্যাব-১ এর ডিএডি মো. শাহজাহান মৃধা উপস্থিত ছিলেন।