এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর
শ্রীপুরের বরমী এলাকা থেকে সোমবার রাতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটক ব্যক্তির নাম শংকর সাহা (৪০)। তিনি কুমিল্লার মুরাদনগর থানার ঠোলা এলাকার মৃত রমেশ সাহার ছেলে।
পুলিশ সুপার জানান, সোমবার রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকায় চুন্নী বাবুর রাইস মিলে অভিযান চালানো হয়। অভিযানে ওই রাইস মিলের ম্যানেজার শংকর সাহাকে আটক এবং তার নিকট থেকে ম্যাগজিন ভর্তি পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিনজন পালিয়ে যান।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।