বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

মেয়র মান্নানের জামিন, মুক্তিতে বাধা নেই



এবিসি নিউজ
গাজীপুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িকভাবে বরখাস্ত মেয়র এম এ মান্নানকে তিন মাসের জামিন দিয়েছেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ।একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও জারি করেছেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা ও আবু হানিফ। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

চলতি বছরের জুন মাসে সিটি কর্পোরেশনের আয়-ব্যয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন। এই মামলায় তিনি জামিন চেয়ে হাইকোর্ট বিভাগে আবেদন করলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। তার বিরুদ্ধে মোট ২৯ মামলার সবকটিতে জামিন পাওয়ায় এখন আর মুক্তিতে তার কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মাসুদ রানা।

সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় হয়। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ হজার টাকা ব্যয় করা হয়। ব্যাংক হিসেবের মাধ্যমে যথাযথভাবে এই ব্যয় করা হয়নি বলে গত ১৩ জুন দুদকের উপ-পরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করেন।

কারাগারে থাকা অবস্থায় ওই মামলায় ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেফতার দেখানো হয়। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মেয়র মান্নান প্রথম দফায় গ্রেফতার হন। পরে তাকে ২২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেসব মামলায় হাইকোর্ট বিভাগ থেকে জামিন লাভের পর চলতি বছর ২ মার্চ তিনি জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর ১৫ এপ্রিল তাকে পুনরায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট লিংকঃ