এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর
কালিয়াকৈর পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বুধবার ১০টি রেস্তোরাঁর অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন মোবাইল কোর্ট। এ সময় একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, সাত - আট মাস আগে কালিয়াকৈর পুরোনো বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় অবৈধ গ্যাস-সংযোগ নেওয়া হয়। অবৈধভাবে গ্যাস-সংযোগ দিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সাভার এলাকার এক দালাল। এসব রেস্তোরাঁয় দুই ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে সারা দিন গ্যাসের চুলা জ্বলে। প্রতিটি রেস্তোরাঁয় চার থেকে ছয়টি গ্যাসের চুলা জ্বলে। এতে গ্যাস-সংকটে পড়েছেন এলাকার বৈধ গ্রাহকেরা।
বুধবার দিনব্যাপী ওই এলাকার বিভিন্ন রেস্তোরাঁর অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালান মোবাইল কোর্ট। কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চন্দ্রা জোনের ব্যবস্থাপক সুরুজ আলম, ডেপুটি ম্যানেজার সফিউদ্দিন আহমেদসহ তিতাসের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় সোহাগ হোটেল, মালয়েশিয়া হোটেল, তাজমহল হোটেল, পলাশ মিষ্টান্ন ভান্ডার, তাপস মিষ্টান্ন ভান্ডার, আদি ভৃঙ্গরাজ মিষ্টান্ন ভান্ডার নামের দুটি হোটেল, নিউ স্টার রেস্টুরেন্ট, মুক্তা হোটেলসহ ১০টি রেস্তোরাঁর অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় মালয়েশিয়া হোটেলের ম্যানেজার সোহাগ মিয়াকে আটক করা হয়। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে ২০০ ফুট পাইপ, ১০টি রাইজার ও ২৫টি চুলা জব্দ করা হয়।
তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের চন্দ্রা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, অবৈধ সংযোগকারীদের আইনের আওতায় আনতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।