রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

কালিয়াকৈরে গৃহবধূ খুন, স্বামী-সতিন গ্রেপ্তার



এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈরের পূর্ব বড়ইছুটি এলাকায় রহিমা বেগম (২৫) নামে এক গৃহবধ‍ূকে দা দিয়ে জবাই করে খুনের ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে নিহতের স্বামী হযরত আলী ও তার তৃতীয় স্ত্রী কাজলী বেগমকে আটক করা হয়েছে। 

শনিবার রাত ২টার দিকে কালিয়াকৈর উপজেলার পূর্ব বড়ইছুট এলাকার মিজানের ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেঘরচুরি এলাকার হযরত আলীর দ্বিতীয় স্ত্রী। 

কালিয়াকৈর থানার এসআই মো. আশরাফুজ্জামান জানান, কালিয়াকৈর উপজেলার পূর্ব বড়ইছুটি এলাকায় মিজানের বাড়িতে হযরত আলী তার দুই স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন। রবিবার সকালে ওই বাড়ির অন্য লোকজন কালিয়াকৈর থানায় খুনের ঘটনার খবর দেন। 

সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী হযরত আলী ও তার তৃতীয় স্ত্রী কাজলী বেগমকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট লিংকঃ