রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

পুবাইলে ককটেলসহ ৪ শিবিরকর্মী গ্রেপ্তার



এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থেকে চার শিবিরকর্মীকে আটক করেছেন পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি ককটেল, দুইটি ছোরা ও সরকার বিরোধী লিফলেট ও জিহাদী বই। রবিবার বিকেলে বসুগাঁও এলাকার একটি বাসা থেকে এসবসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রামের রাজিবপুর থানার নয়ারচর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে শহিদুল ইসলাম (২৩), নাটোরের লালপুর থানার ধুপইল গ্রামের মৃত অজিউল্লাহর ছেলে রমজান (২১), ময়মনসিংহের ত্রিশাল থানার রায়ের গ্রাম গ্রামের রুহুল আমীনের ছেলে জাহিদ হোসেন (২৪) ও জামালপুরের দেওয়ানগঞ্জের জোয়ানের চর গ্রামের লাল মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (১৯)। তাদের মধ্যে রমজান ও জাহিদুল ইসলাম কলেজছাত্র।

এ ব্যাপারে গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, রবিবার বিকেলে পুবাইল ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বসুগাঁও এলাকার গিয়াস উদ্দিনের একটি বাসা থেকে তাদের আটক করেন। শিবির কর্মী হলেও নাশকতার পরিকল্পনা করছিলেন কিনা রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
সংশ্লিষ্ট লিংকঃ