বাহাদুরপুর, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুরে রঙের কারখানা এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডে আজ মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ড ঘটে। কারখানার লোকজন নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম দিয়ে ওই আগুন নিভিয়ে ফেলেছেন। আগুন নেভাতে গিয়ে কারখানার এক কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন আহত আব্দুল বারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. ফাইজার রহমান বলেন, বেলা ১১টার দিকে কারখানার বার্নার রুমের গ্যাস বার্নার থেকে আগুনের সূত্রপাত হয় এবং ওই কক্ষে তা ছড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম দিয়ে আগুন নেভানো হয়েছে। আগুন নেভাতে গিয়ে কারখানার কর্মকর্তা আব্দুল বারী আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আগুনে পাম্প, হিটারসহ কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, ফার্নেস অয়েল হিটার থেকেই ওই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নেভাতে সক্ষম হন।
কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. ফাইজার রহমান বলেন, বেলা ১১টার দিকে কারখানার বার্নার রুমের গ্যাস বার্নার থেকে আগুনের সূত্রপাত হয় এবং ওই কক্ষে তা ছড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম দিয়ে আগুন নেভানো হয়েছে। আগুন নেভাতে গিয়ে কারখানার কর্মকর্তা আব্দুল বারী আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আগুনে পাম্প, হিটারসহ কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, ফার্নেস অয়েল হিটার থেকেই ওই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নেভাতে সক্ষম হন।