এবিসি নিউজ
কাপাসিয়া, গাজীপুর
কাপাসিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অাজ বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এসব কর্মসূচি হয়েছে। এ সময় সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে শিক্ষক-শিক্ষার্থীসহ শত শত অভিভাবক কলেজ মাঠে একাট্টা হন। পরে তাঁরা ইউএনওর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
কলেজের অধ্যক্ষ মো. ছানাউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘১৯৬৫ সালে ড. মুহাম্মদ শহীদুল্লাহর হাতে প্রতিষ্ঠিত কাপাসিয়া ডিগ্রি কলেজটির বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। শহীদ তাজউদ্দীন কলেজের পাশাপাশি এ কলেজটিও জাতীয়করণ করা হোক।’
বক্তব্য রাখেন শিক্ষক আবদুস সালাম, আলী এরশাদ হোসেন আজাদ, হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া কলেজের সাবেক ভিপি মাহবুব উদ্দিন সেলিম, ছাত্রলীগ নেতা রাজিব ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, সর্ব বিবেচনায় গাজীপুরে কোনো কলেজ সরকারি হলে এটি সবার আগে হওয়া উচিত। প্রকাশিত তালিকায় এটির নাম না থাকায় বক্তারা দুঃখ প্রকাশ করে পুনঃতালিকায় কাপাসিয়া কলেজের নাম অন্তর্ভুক্ত করার জোড় দাবি জানান।
সূত্রমতে, সম্প্রতি সারাদেশের ১৯৯টি কলেজকে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন সরকার। এর আগে করা তালিকায় ১২৪ নম্বরে ছিল কাপাসিয়া ডিগ্রি কলেজের নাম। কিন্তু অজ্ঞাত কারণে তালিকা থেকে বাদ পড়ে যায় কলেজটি। উপজেলা সদরের বাইরে হাইলজোর এলাকার শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজকে (সাবেক ইউনিয়ন ডিগ্রি কলেজ) বর্তমান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক তথা কাপাসিয়াবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।