এবিসি নিউজ
গাজীপুর
নতুন করে কোন প্রকার কর আরোপ ছাড়াই গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) ২০১৬-২০১৭ অর্থ-বছরের ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ চলতি অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আতাউল্লাহ মণ্ডল, রফিজ উদ্দিন রফিজ প্রমুখ। এ সময় সিটি কর্পোরেশনের সচিব মো. আছলাম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর হোসেন, নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান কাজল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০১৬-২০১৭ অর্থবছরের এই ঘোষিত বাজেটে কোনো প্রকার উদ্বৃত্ত নেই। বাজেটে সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের অনুদান হতে ৯৬৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা। এ ছাড়া রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা এবং উন্নয়ন সরকারি খাতে ৮০ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, গাজীপুর সিটিকে পরিবেশ বান্ধব ও বাসযোগ্য একটি নগরী হিসেবে গড়ে তোলা হবে। নতুন এ সিটি কর্পোরেশনকে এগিয়ে নিতে তিনি সকল কাউন্সিলর ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
ঘোষিত বাজেটের ৬৯ দশমিক ০৭ ভাগ বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের অনুদান থেকে, ১৩ দশমিক ০১ ভাগ গৃহ ও ভূমির উপর কর, ৫ দশমিক ৪৪ ভাগ সরকারি অনুদান এবং সেলামী ও অন্যান্য রাজস্ব আয় থেকে ৫ দশমিক ১৮ ভাগ আয় ধরা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। একই বছরের ১৮ আগস্ট মেয়র অধ্যাপক এম.এ মান্নান ও ৫৭ জন কাউন্সিলর এবং ১৯ জন নারী কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে বিভিন্ন মামলায় নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান কারাগারে থাকায় এবার সিটি কর্পোরেশনের ৩য় বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।