মোবাইল কোর্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোবাইল কোর্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

কোনাবাড়িতে বিদ্যুৎ চুরির দায়ে পাঁচজনকে ১১ লাখ টাকা জরিমানা


এবিসি নিউজ
কোনাবাড়ি, গাজীপুর

কোনাবাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে পাঁচ অসাধুকে ১১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।

মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া, আমবাগ ও দেওলিয়াবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজ হোসেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কোনাবাড়ি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুখলেছুর রহমান জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকার আবদুল সালাম সরকারকে ৭৩ হাজার ৬১৭ টাকা, আমবাগ এলাকার মনির হোসেনকে ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ টাকা, দেওলিয়াবাড়ি এলাকার মো. মামুন হোসেনকে ১ লাখ ৯৪ হাজার ৩৩৫ টাকা, একই এলাকার রমিজ ও মনির হোসেনকে ৪ লাখ ৮১ হাজার ৪০ টাকা এবং সাদেক আলীকে ৫৮ হাজার ৫২৭ টাকা জরিমানা করা হয়েছে। চুরি করা ইউনিটের পরিমাণ ১ লাখ ৬ হাজার ৫৬০।
অভিযানকালে তিনিসহ আরও উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরের ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ, এজিএম মো. জুনায়েদ হোসেন ও এজিএম মো. নূরুল ইসলাম প্রমুখ।

সোমবার, ১৮ জুলাই, ২০১৬

প্রতারণা ও জনস্বাস্থ্যের ক্ষতির দায়ে রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাবের মোবাইল কোর্টের অভিযান

এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুর জেলা শহরের জয়দেবপুরের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে সোমবার চার লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের মোবাইল কোর্ট। মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার এবং ল্যাবে কর্মরত টেকনিশিয়ানদের লাইসেন্স না থাকার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯-এর ৫২ ধারায় জরিমানা করেন।

র‍্যাবের মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গাজীপুর জেলা শহরের জয়দেবপুরের মসজিদ রোডস্থ ছোয়াদ ভবনে অবস্থিত রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারে সোমবার দুপুরে ডিএডি করিম উদ্দিনের নেতৃত্বে র‌্যাব ১-এর সদস্যরা অভিযান চালান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত একটি মোবাইল কোর্ট মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার এবং ল্যাবে কর্মরত বিভিন্ন টেকনিশিয়ানের লাইসেন্স না থাকার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় ওই রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলামকে চার লাখ টাকা জরিমানা করেন।

র‍্যাবের সূত্র জানিয়েছে, ওই ডায়াগনস্টিক সেন্টারটি সাধারণ মানুষকে প্রতারণাসহ জনস্বাস্থ্যের ক্ষতি করে আসছিল। অভিযানের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী ইওসি হাসপাতালের ডিপিএম ডা. মোহাম্মদ হোসেন সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

ভুল পাকিং এর অভিযোগে ৮টি গাড়ীকে জরিমানা


স্টাফ রিপোর্টার

গাজীপুর জেলা প্রশাসন চত্ত্বরে অবৈধ গাড়ী পাকিং করায় কয়েকটি গাড়ীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিউলী রহমান তিন্নী এই জরিমানা করেন।

মোটরযান অধ্যাদেশ বলে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিউলী রহমান তিন্নী গাজীপুর জেলা প্রশাসন চত্তরে ভুল পাকিং এর অভিযোগে ৮টি গাড়ীকে এক হাজার ছয় শত টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসনের পেশকার খলিলুর রহমান সাংবাদিকদের জানান, গাজীপুর বিআরটিএ অফিসের পরিদর্শক মো: জাহাঙ্গীর আলমের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

গাজীপুরে মোবাইল কোর্টের ওপর হামলা


স্টাফ রিপোর্টার

গাজীপুরে মোবাইল কোর্টের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। হামলায় মোবাইল কোর্টের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

গাজীপুরের বাজার কর্মকর্তা আবদুস সালাম জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা শহরের চান্দনা চৌরাস্তা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

মোবাইল কোর্ট ওই বাজারের গোবিন্দ ট্রেডার্সে পৌঁছে মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ করায় এবং মূল্য তালিকা দেখতে না পাওয়ায় ওই দোকানকে জরিমানার কথা জানান। মোবাইল কোর্ট গোবিন্দ ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেন।

এ সময় মোবাইল কোর্ট সদস্যদের ওপর হামলা চালান বাজারের অন্য ব্যবসায়ীরা। এ সময় হামলাকারীরা মোবাইল কোর্টের একটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশের সহায়তায় মোবাইল কোর্টের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে ব্যবসায়ীরা জানান, প্রতি মাসেই গাজীপুরের বাজার কর্মকর্তা আবদুস সালাম প্রতি দোকান থেকেই চাঁদা নেন। রোজা ও ঈদ উপলক্ষে গোবিন্দ ট্রেডার্স দোকানে কয়েকদিন আগে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাজার কর্মকর্তা আবদুস সালাম ব্যবসায়ীদের হুমকি দেন।

আজ সকালে মোবাইল কোর্ট নিয়ে এসে তুচ্ছ অপরাধে গোবিন্দ ট্রেডার্সের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার প্রতিবাদে সব দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন।