এবিসি নিউজ
কোনাবাড়ি, গাজীপুর
কোনাবাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে পাঁচ অসাধুকে ১১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া, আমবাগ ও দেওলিয়াবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজ হোসেন।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কোনাবাড়ি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুখলেছুর রহমান জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকার আবদুল সালাম সরকারকে ৭৩ হাজার ৬১৭ টাকা, আমবাগ এলাকার মনির হোসেনকে ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ টাকা, দেওলিয়াবাড়ি এলাকার মো. মামুন হোসেনকে ১ লাখ ৯৪ হাজার ৩৩৫ টাকা, একই এলাকার রমিজ ও মনির হোসেনকে ৪ লাখ ৮১ হাজার ৪০ টাকা এবং সাদেক আলীকে ৫৮ হাজার ৫২৭ টাকা জরিমানা করা হয়েছে। চুরি করা ইউনিটের পরিমাণ ১ লাখ ৬ হাজার ৫৬০।
অভিযানকালে তিনিসহ আরও উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরের ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ, এজিএম মো. জুনায়েদ হোসেন ও এজিএম মো. নূরুল ইসলাম প্রমুখ।