আ.ক.ম. মোজাম্মেল হক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আ.ক.ম. মোজাম্মেল হক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৬ জুলাই, ২০১৬

মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বক্তব্য দিচ্ছেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। বিপথগামী কিছু লোক ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি শনিবার দুপুরে গাজীপুরে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামি ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উদ্যোগে জয়দেবপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান। 

আরও বক্তব্য দেন - গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাওলানা মনিরুজ্জামান, নূরুল আমিন, মাওলানা সামসুল হক, মাওলানা মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

ভাওয়াল রাজবাড়ি মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার

গাজীপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ভাওয়াল রাজবাড়ি মাঠে। ঈদের প্রধান জামাতে অংশ নেন মন্ত্রী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও এলাকার সর্বস্তরের মুসল্লীরা। 

গাজীপুরের ঈদের প্রধান জামাতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো: মনির আহম্মেদ খান।

ঈদের জামাতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম. মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. আলম, পুলিশ সুপার হারুন অর রশিদ ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম সহ রাজনৈতিজযক দলের নেতা-কর্মী ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান। নামাজ শেষে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এবার ৩০টি রোজা পূর্ণ হওয়ার পর আজ বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-ফিতর উৎযাপন।

বুধবার, ৬ জুলাই, ২০১৬

গাজীপুরে মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার

গাজীপুরে ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের ২০ দিন ব্যাপী রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। গাজীপুর জেলা শহরের রথখোলায় আজ বুধবার সকালে রথটানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোঃ এস এম আলম সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, রথ মেলা উদযাপন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক ও মণীন্দ্র চন্দ্র মন্ডল প্রমূখ।

রথযাত্রা উপলক্ষে সংক্ষিপ্ত সভা শেষে প্রধান অতিথি, রথ সংশ্লিষ্ট ও হাজারো পূণ্যার্থী নিয়ে ভক্তি সহযোগে রথ টান দিয়ে রথ যাত্রা ও রথমেলার উদ্বোধন করেন। এর আগে হস্তি ও পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। বুধবার রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুড় বাড়ি যাচ্ছেন। আগামী ১৪ জুলাই উল্টো রথযাত্রায় মাণিক্যমাধবের নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে এবারের ৯ দিনব্যাপী রথযাত্রার শেষ হবে। 

রথযাত্রা উপলক্ষে ২০ দিনব্যাপী রথমেলা শুরু হয়েছে। মেলায় শিশুদের খেলনা, মিষ্টির দোকান, তৈজষপত্র-আসবাবপত্রসহ নানা বাহারী সব জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। এছাড়াও মনোরঞ্জনের জন্য মেলায় এসেছে নাগরদোলা, সার্কাস ইত্যাদি। রথমেলায় হাজারো পূণ্যার্থী এবং সকল ধর্মের মানুষেরা অংশ নিচ্ছেন।

প্রায় দেড়শো বছর পূর্বে গাজীপুরের ভাওয়াল রাজারা এই ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করেন।