স্টাফ রিপোর্টার
গাজীপুরে কমিউনিটি পুলিশ সদস্য, এতিম, দু:স্থ এবং দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ রবিবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
এসময় তার স্ত্রী মিসেস শিরিন আক্তার, জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা, জেলা হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি সুলতান আহমেদ সরকারসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহস্রাধিক নারী পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।