আইইউটি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আইইউটি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

এবার থেকে ছাত্রীও ভর্তি করবেন আইইউটি

ওআইসি মহাসচিবকে ফুলেল শুবেচ্ছা জানাচ্ছেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর

এবিসি নিউজ
আইইউটি, গাজীপুর

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ে ছাত্রী ভর্তি করা হবে। শুক্রবার সকাল ৯টায় ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির মহাসচিব ও বিশ্ববিদ্যালয়টির আচার্য ইয়াদ আমিন মাদানী গাজীপুরের ক্যাম্পাস পরিদর্শনে এসে এ ঘোষণা দেন।

আইইউটির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসি সার্বিক সহযোগিতা দেবেন। তা ছাড়া আইইউটিতে বিবিএ অনুষদ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ কয়েকটি নতুন প্রোগ্রাম চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ওআইসির মহাসচিব। 

এ সময় আইইউটির উপাচার্য মুনাজ আহমেদ নূর, ওআইসিতে বাংলাদেশর পরিচালক গাউসুল আজম সরকারসহ বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সহকারী প্রটোকল অফিসার মো. নাহিদুল ইসলাম প্রধান জানান, আগামী ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রীভর্তির প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে। এ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং- এ চার বিভাগে ২৪০ জনের মতো ছাত্রী ভর্তি করা হবে। ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা ও আগামী জানুয়ারিতে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। 
১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে এখানে প্রথম ছাত্র ভর্তি করা হয়। ওআইসির তত্ত্বাবধান ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়।

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

আইইউটিতে মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ক জাতীয় ফেস্ট অনুষ্ঠিত


এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ক তৃতীয় জাতীয় ফেস্ট ‘মেকসেলারেশন-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় লাইন ফলোয়ার রোবট কম্পিটিশন, ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড, প্রজেক্ট প্রেজেন্টেশন, পোষ্টার প্রেজেন্টেশন, সাধারন জ্ঞান কুইজ ও বিজনেস আইডিয়ার কম্পিটিশন হয়।

শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান উইরান্তা আতমাজ্জা। আইইউটি’র উপাচার্য ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্লোব ফারমাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের ডিরেক্টর সামির আল রাশিদ, আয়োজক কমিটির সভাপতি মাইনুর রহমান মাহি।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় আইইউটি, বুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ডুয়েট, মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, ব্র্যাক ইউনিভারসিটিসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
আয়োজকরা জানান, পণ্য বাজারজাত করণ ও ভবিষ্যত ব্যাবসায়িক ক্ষেত্রে সম্পর্কে ধারনা বিনিময় করাই ছিল এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

বুধবার, ৬ জুলাই, ২০১৬

আইইউটিতে ২২ জুলাই “মেকসেলারেশন-২০১৬”

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংভিত্তিক বিজ্ঞান প্রতিযোগিতা


স্টাফ রিপোর্টার

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে ২২ জুলাই ২০১৬, শুক্রবার অনুষ্ঠিত হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংভিত্তিক বিজ্ঞান প্রতিযোগিতামূলক উৎসব মেকসেলারেশন-২০১৬।

গত দুই বছর সফল আয়োজনের পর এবারও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এই উৎসব আয়োজন করছে। একদিনের এই উৎসব সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণা ও আবিষ্কারকে একটি প্রতিযোগিতামূলক রূপ প্রদানের লক্ষ্যেই প্রতি বছর উৎসবটি আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

মেকসেলারেশন ২০১৬-এর আয়োজনে ২০১৫ সালের মতো এবারও ছয়টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। ইভেন্টগুলো হচ্ছে যথাক্রমে রোবটিক্স (লাইন ফলোয়ার), বিজনেস আইডিয়া, ক্যাড কম্পিটিশন, প্রোজেক্ট শোকেসিং, মেকানিক্যাল অলিম্পিয়াড এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।

আর নতুনভাবে এই বছর যোগ হয়েছে ইঞ্জিনিয়ারিং সিম্পোসিয়াম এবং পোস্টার প্রেজেন্টেশন। ইভেন্টগুলোর মধ্যে শুধু সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জুনিয়র আর সিনিয়র- দুটি লেভেলে। জুনিয়র লেভেলে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। আর সিনিয়র লেভেলে থাকবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে সব মিলিয়ে সর্বমোট দেড় লাখ টাকার পুরস্কার। আয়োজক দলের অন্যতম সদস্য ওয়াসেল উর রহমান জানান, "উৎসবজুড়ে আরও বিভিন্ন চমক থাকবে আগত প্রতিযোগী এবং অতিথিদের জন্য। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগ্রহী প্রতিযোগীরা অংশগ্রহণের জন্য নিজেদের নাম নিবন্ধন করা শুরু করেছে, যার সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে এবং এখনও নিবন্ধন চলছে।"

১২ জুলাই পর্যন্ত প্রতিযোগিতায় নাম নিবন্ধন চলবে।