মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

অর্থলোভী স্ত্রীর ফাঁদে স্বামীর পরিবার মামলায় জর্জরিত


স্টাফ রিপোর্টার

তরুণীর প্রেমের ফাঁদে পড়ে বিয়ে করে ওই স্ত্রীর পিত্রালয়ের অর্থের চাহিদা মেটাতে নিঃশ^ হয়ে শেষ পর্যন্ত মামলার জালে জড়িয়ে দিশেহারা হয়ে পড়েছেন যুবক।

গাজীপুর সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের বিপ্রবর্থা গ্রামের রুহুল আমিন ওরফে রিয়েল গাজীপুর জেলার কালিয়াকৈর থানার শ্রীপুর গ্রামের আপিয়া আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এর আগে তারা চার বছর প্রেম করেন। জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে আপিয়া রিয়েলকে দেখে মুগ্ধ হয়ে সম্পর্কের সূচনা করেন। কিন্তু প্রেম ও বিয়ের কোন বিষয়টিই মেনে নেননি আপিয়ার ভাই জাকির।

আপিয়া ও তার পিতা, মাতা, ভাই মিলে ফন্দি করে রিয়েলে কাছ থেকে কৌশলে ৪০ লাখ টাকা ঋণ হিসেবে নিয়ে আত্মসাৎ করার পায়তারা করছেন। আরো ৪০ লাখ টাকা এবং রিয়েলকে তালাক দিবে বলে বিয়ের দেনমোহরের ২০ লাখ টাকা অগ্রিম চেয়ে রিয়েলকে বিভিন্নভাবে হয়রানী ও নির্যাতন করছে। শেষ পর্যন্ত রিয়েলের পরিবারকে নিঃস্ব  করে পথে বসানোর জন্য গাজীপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিয়ের পর রিয়েল ও আপিয়া পরিবার ঢাকার খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। রিয়েল একটি ঔষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে এইচআর এডমিন পদে সুনামের সঙ্গে চাকরি করত আর আপিয়া এইচএম শমরিতা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে পড়াশোনা করেন।

আপিয়ার মা প্রায়ই ঢাকায় জামাতার বাসায় মেয়ের সঙ্গে দেখা করতে যেতেন। এবং তখন থেকেই একটি করে ঘটনা ঘটতে থাকত। রিয়েলের অনুমতি ছাড়া আপিয়ার একবার ৩ মাসের এবং একবার ৪ মাসের গর্ভপাত ঘটানো হয়। এক পর্যায়ে আপিয়া তার স্বামী রিয়েলের কাছ থেকে পিতার ব্যবসার জন্য কয়েকবারে ৪০ লাখ টাকা ঋণ নেন। রিয়েলের কাছ থেকে প্রাপ্ত তথ্যপ্রমাণ থেকে এসবের সত্যতা পাওয় গেছে।

আপিয়ার সঙ্গে এই প্রতিবেদক মোবাইল ফোনে কথোপকনের সময় প্রমাণ পেয়েছেন যে আপিয়া তার স্বামী রিয়েলের কাছে ৪০ লাখ টাকা চেয়েছেন। সকল আপকর্মে আপিয়াকে সঙ্গ দিয়েছেন আপিয়ার সহপাঠী ও বান্ধবী তামান্না আক্তার। একটি কথোপকনে রেকর্ড থেকে জানা গেছে, তামান্না রিয়েলের মোবাইল ফোনে ফোন করে আপিয়ার দেনমোহরের ২০ লাখ টাকা অগ্রিম চেয়ে হুমকি দিয়ে বলেছেন যে, অন্যথায় রিয়েলের বিরুদ্ধে নারী নির্যাতনের মিথ্যা মামলা দেওয়া হবে। এবং সেটাই হয়েছে।

অপর একটি রেকর্ড থেকে জানা গেছে, আপিয়ার ভাই জাকির রিয়েলের ক্ষতি করবে ও কখনোই সুখে থাকতে দিবে না।

একাধিক টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন প্রচারিত এবং তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে চ্যাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এদিকে ভুক্তভোগি রিয়েল মিথ্যা মামলা, নির্যাতন ও হয়রানী থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপনের প্রত্যাশা করছেন।

রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

গাজীপুরে বদলাচ্ছে সাড়ে ৩ হাজার ফোন নম্বর


এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জের প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন নম্বর বদলে যাচ্ছে আট ডিজিটে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জের ৯২৬xxxx গ্রুপের তিন হাজার ৪০০ টেলিফোনের ক্ষেত্রে এই পরিবর্তন আসছে। 

এসব নম্বরের শুরুতে ৪ যুক্ত করে নিলেই পাওয়া যাবে আট ডিজিটের নতুন নম্বর। অন‌্য সব ডিজিট অপরিবর্তিত থাকবে।

যেমন এতোদিন যে ফোনের নম্বর ছিল ৯২৬১০০০, সেটির নতুন নম্বর হবে ৪৯২৬১০০০।

এ পরিবর্তন কার্যকর হবে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা থেকে। নম্বর বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিফোন করে গ্রাহককে তার নতুন নম্বর জানিয়ে দেবে বিটিসিএল।

পরিবর্তিত বা নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইটে (www.btcl.com.bd) এবং বিটিসিএল গাজীপুর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

এছাড়া পরিবর্তিত নম্বর জানতে এবং জরুরি প্রয়োজনে গ্রাহকদের বিটিসিএলের কল সেন্টারে ১৬৪০ নম্বরে অথবা অফিস সময়ে ৯২৬১৫০০ ও ৪৯২৬৩৩৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

ঈদে পোশাক শিল্প মালিকদের প্রতি দুই ভাগে শ্রমিকদের ছুটি দেওয়ার পরামর্শ মন্ত্রীর


এবিসি নিউজ
গাজীপুর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে পোশাক শিল্প মালিকদের প্রতি দুই ভাগে শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়ায় ঢাকা-বাইপাস সড়কে 'গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা' পর্যন্ত সড়কের চার লেন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ অনুরোধের কথা জানান। 

মন্ত্রী বলেন, ''প্রতি ঈদের আগে পোশাক কারখানাগুলো এক সঙ্গে ছুটি ঘোষণা করেন। এতে গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় - আমরা বারবার গার্মেন্ট মালিকদের পৃথক তারিখে ছুটি দেয়ার অনুরোধ করলেও তা তারা কার্যকর করেননি - তাই এবার মন্ত্রণালয় থেকে বিজিএমইকে নির্দেশনা দেওয়া হয়েছে - আশা করছি, তারা জনদুর্ভোগের কারণ সৃষ্টি করবেন না, গার্মেন্ট মালিকরা এ নির্দেশনা মেনে নেবেন।

'' মন্ত্রী ঈদের আগে সাভার ও আশুলিয়াকে একদিন এবং গাজীপুরে একদিন পৃথকভাবে ছুটি দেওয়ার জন্য গার্মেন্ট মালিকদের প্রতি আহ্বান জানান। 

এ সময় তিনি বলেন, ''ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কড্ডা ও বাইমাইল এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন ময়লা ফেলে যানজটের সৃষ্টি করছেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছেন না। আজকের পর থেকে এ নির্দেশ মানা না হলে ওই ময়লা সিটি কর্পোরেশনের সামনে ও মেয়রের বাসার সামনে ফেলার জন্য মন্ত্রী হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নিদের্শ দেন।

'' ওবায়দুল কাদের বলেন, ''রমজানের ঈদের চেয়ে কোরবানি ঈদ অনেক বেশি চ্যালেঞ্জিং। রাস্তার পাশে পশুর হাট বসানো হয়। এ ছাড়া ফিটনেসবিহীন পশুবাহী গাড়ি মহাসড়কে বিকল হলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে। এবার মন্ত্রণালয় থেকে আগেভাগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। এগুলোকে উৎসমুখেই আটকে দেওয়া হবে।

'' তিনি জানান, এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশকে নিদের্শ দেওয়া হয়েছে। তা ছাড়া প্রতি ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা, মির্জাপুর, এলেঙ্গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পশুবাহী যান রাস্তায় বিকল হওয়ায় এসব যানজট হয়। তাই ফিটনেসবিহীন পশুবাহী গাড়িগুলো যেন মহাসড়কে উঠতে না পারে সে জন্য কঠোর নিদের্শনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

গাজীপুরে স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হিড়িক

ফাইল ফটো

এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুরের বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছেন গ্রাহকরা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু এবং জেল-জরিমানা করার ঘোষণায় গ্রাহকরা স্বেচ্ছায় এ কাজ করছেন।

বৃহস্পতিবার তিতাস গ্যাস কোম্পানির গাজীপুরের চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় কালিয়াকৈরের আন্ধারমানিক এলাকায় সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ খুলে নেন গ্রাহকরা।

এ ছাড়া জেলার বোর্ডবাজার, গাছা, হাড়িনালসহ বিভিন্ন এলাকার স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার খবর পাওয়া গেছে।

গাজীপুর জেলার বিভিন্ন স্থানের লোকজন গত ক’বছর ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে স্থাপিত গ্যাসলাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করেন।

এদিকে তিতাস কর্তৃপক্ষ সম্প্রতি মাইকিং করে স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বলেন। অন্যথায় জেল-জরিমানা করার ঘোষণা দিলে লোকজন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেন।

তিতাস গ্যাসের চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, স্বেচ্ছায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য হেড অফিস থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন এবং আমরা এলাকায় মাইকিং করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে যোগাযোগ করেন। পরে আন্ধারমানিক এলাকার তিনটি পয়েন্টে প্রায় এক হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী জানান, আমাদের ঘোষণা ছিল সাঁড়াশি অভিযান চালাব। গ্যাস আইন অনুযায়ী জেল-জরিমানা করা হবে। যারা যারা অবৈধ সংযোগ বসিয়েছেন নিজ দায়িত্বে লাইনগুলো ফেরত দিয়ে দেন।

তিনি জানান, আমাদের পরিচালিত মোবাইল কোর্টের অভিযানের সময় অবৈধ সংযোগ ধরা পড়লে অন দ্য স্পটে সাজা দেওয়া হবে। আর যদি কেউ স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে জমা দিয়ে দেয় তবে তার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেয়া হবে না।

বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

শ্রীপুরে স্যুটকেসের ভেতরে নারীর অর্ধগলিত লাশ


এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর

শ্রীপুরে স্যুটকেসের ভেতরে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন পুলিশ। লাশের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা গেছে তার নাম রোখসানা আক্তার (২৮)। তিনি নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাহিরচাপড়া রাজুরবাজার এলাকার মো. মাসুদের স্ত্রী।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে লাশ উদ্ধার করেন পুলিশ। শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার প্রহলাদপুর খালিয়াটিপাড়ার একটি বনের পাশে স্যুটকেসটি পড়েছিল। লাশের দুই পা স্যুটকেস থেকে বের করা ছিল।

এসআই সাইফুল জানান, এলাকাবাসী সন্ধ্যায় স্যুটকেসটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মৃতদেহসহ স্যুটকেসটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অন্তত তিনদিন আগে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছে।

পুলিশ আরও জানায়, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী ও ছয়দনায় জেএমবির নারী প্রশিক্ষকসহ আটক ৫


এবিসি নিউজ
টঙ্গী, গাজীপুর

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান রোজসহ পাঁচজনকে আটকের দাবি করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বুধবার ভোর ৫টার দিকে র‍্যাব-১-এর পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় জানানো হয়, গাজীপুরের টঙ্গী ও ছয়দনা এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে বোমা, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

খুদেবার্তায় আরো জানানো হয়, আজ সকালে এক সংবাদ সম্মেলনে আটক পাঁচজনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

গাজীপুরে হত্যা মামলায় দুইজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন


এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুরে হত্যা মামলার রায়ে দুইজনকে ফাঁসি এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, শ্রীপুর উপজেলার বরমী এলাকার মো. কালাম (৩০) ও একই এলাকার ইকবাল হোসেন (২২)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই এলাকার আব্দুল লতিফ (২৫) ও মো. মোখলেছ (১৯)।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত আসামিরা রুপালী খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রুপালী খাতুন (২৫) গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। ২০১৪ সালের ১৬ আগস্ট সকালে শ্রীপুর উপজেলার ৬নং বরমী ইউনিয়নের গিলাশ্বর এলাকার আ. মান্নানের প্রজেক্টর পূর্ব পার্শ্বের বাউন্ডারি ওয়ালের পিলারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুপালী খাতুনের লাশ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ এপ্রিল আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ এবং আসামি পক্ষের ছিলেন অ্যাডভোকেট আবুল হাসেম।

পুবাইলে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ


এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

পুবাইলে স্কুল শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করেন। পুলিশের লাঠিপেটা ও সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই স্কুলটি দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে শিক্ষককে মারধরকারী অভিভাবক পলাশ পিরিচকে আটক করেছেন পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, হারবাইদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক আবু বকর পরীক্ষার ফল খারাপ করায় নবম শ্রেণির ছাত্র পলব পিরিচকে চড়-থাপ্পর দিয়ে শাষন করেন। এর জেরে গতকাল সোমবার দুপুরে ওই ছাত্রের বাবা পলাশ পিরিচ আবু বকরকে মারধর করেন।

শিক্ষককে মারধরের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। তারা মিছিল নিয়ে টঙ্গী-ঘোড়াশাল সড়কে ওঠতে গেলে পুলিশ তাদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করেন। এতে আহত হয় অন্তত ২৮ জন শিক্ষার্থী।

উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশ এবং পুলিশের গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করেন এবং কিছুক্ষণ টঙ্গী-ঘোড়াশাল সড়ক অবরোধ করেন। এ সময় পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  মো. মোবারক হোসেনসহ দুই পুলিশ আহত হন।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. রেজাউল হাসান রেজা জানান, শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন এবং যানবাহন ভাঙচুর শুরু করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা তা না শুনে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন।

এ সময় পুবাইল ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেনসহ দুই পুলিশ সদস্য আহত হলে বিক্ষোভকারীদের লাঠিপেটা ও ধাওয়া করা হয়। শিক্ষকের ওপর হামলাকারী অভিভাবক পলাশকে মঙ্গলবার সকালে আটক করা হয়েছে।

অধ্যক্ষ মারফত আলী দেওয়ানের বরাত দিয়ে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মঙ্গলবার থেকে স্কুলের সকল ক্লাস দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার, ২২ আগস্ট, ২০১৬

শ্রীপুরে বাঁশঝাড়ে নারীর আগুনে পোড়া লাশ


এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর

শ্রীপুরের একটি বাঁশঝাড় থেকে হাজেরা খাতুন (৪৭) নামে এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছেন শ্রীপুর মডেল থানার পুলিশ।

সোমবার দুপুরে শ্রীপুরের নতুনপটকা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাজেরা স্থানীয় নতুনপটকা এলাকার আব্দুস সামাদের স্ত্রী।

শ্রীপুর মডেল থানার এসআই আব্দুল ছাত্তার জানান,  বসত-বাড়ি থেকে আনুমানিক ১৫০ গজ দূরে একটি বাঁশঝাড়ে এক রাখাল গরু নিয়ে যাওয়ার সময় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দেন।

নিহতের শরীরের কাপড়, মাথার চুলসহ শরীরের বিভিন্ন স্থান আগুনে পোড়া রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই এসআই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি আরো জানান, রোববার রাতেও হাজেরা তাদের বাড়িতে ছিলেন। আজ সকালে তাকে বাড়িতে দেখতে না পেলে পরিবারের লোকজনের মনে করেছিলেন তিনি (হাজেরা খাতুন) হয়তো কোথাও গিয়েছেন।

শনিবার, ২০ আগস্ট, ২০১৬

কালিয়াকৈরের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডে অগ্নিকাণ্ড
এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈর উপজেলায় চন্দ্রার পল্লীবিদ্যুত এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে আগুন লাগার ১৬ ঘণ্টার বেশি সময় পর শনিবার বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কারখানার শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হন।

চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় গত শুক্রবার রাত একটার দিকে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের পোশাক তৈরির কারখানাটিতে আগুন লাগে। এর মালিক মণ্ডল গ্রুপ। আগুনে কাপড়, সুতা, যন্ত্রপাতি পুড়ে গেছে। কারখানার ছয়তলা ভবনের বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়েছে এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। ওই কারখানাসহ পাশের আয়মন টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়।

কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, কারখানার তৃতীয় তলার সুতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে চতুর্থ তলায় কাটিং সেকশনে তা ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার সুতা, তৈরি পোশাক, প্রিন্টিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের সময় কারখানার নিচতলায় আয়রন সেকশনের কিছু শ্রমিক কাজ করছিলেন। তবে তাঁরা তাৎক্ষণিকভাবে বেরিয়ে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন,  আগুন লাগার বিষয়টি টের পেয়ে কারখানার শ্রমিকেরা নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেন কারখানা কর্তৃপক্ষ। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এর মধ্যে আগুন চতুর্থ তলায় কাটিং সেকশনে ছড়িয়ে পড়ে। তীব্রতা বাড়ায় রাতেই ঢাকা প্রধান কার্যালয়সহ জয়দেবপুর, টঙ্গী, সাভার, ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুরের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, শনিবার বিকেলের দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভাতে গিয়ে কালিয়াকৈর স্টেশন কর্মকর্তা অপূর্ব বল, মির্জাপুর স্টেশনের ফায়ারম্যান নাসির উদ্দিন, ওই কারখানার শ্রমিক ওমর ফারুকসহ ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসাকেন্দ্র ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের সুপার সোয়াইব আহমেদ ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন।


তদন্ত কমিটি

এদিকে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার অগ্নিকাণ্ড তদন্তে জেলা প্রশাসন  একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

জেলা প্রশাসক এসএম আলম জানান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে আহ্বায়ক করে শনিবার দুপুরে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া উপ-পরিচালক মো. জহিরুল আমিন মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

এবার থেকে ছাত্রীও ভর্তি করবেন আইইউটি

ওআইসি মহাসচিবকে ফুলেল শুবেচ্ছা জানাচ্ছেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর

এবিসি নিউজ
আইইউটি, গাজীপুর

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ে ছাত্রী ভর্তি করা হবে। শুক্রবার সকাল ৯টায় ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির মহাসচিব ও বিশ্ববিদ্যালয়টির আচার্য ইয়াদ আমিন মাদানী গাজীপুরের ক্যাম্পাস পরিদর্শনে এসে এ ঘোষণা দেন।

আইইউটির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসি সার্বিক সহযোগিতা দেবেন। তা ছাড়া আইইউটিতে বিবিএ অনুষদ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ কয়েকটি নতুন প্রোগ্রাম চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ওআইসির মহাসচিব। 

এ সময় আইইউটির উপাচার্য মুনাজ আহমেদ নূর, ওআইসিতে বাংলাদেশর পরিচালক গাউসুল আজম সরকারসহ বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সহকারী প্রটোকল অফিসার মো. নাহিদুল ইসলাম প্রধান জানান, আগামী ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রীভর্তির প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে। এ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং- এ চার বিভাগে ২৪০ জনের মতো ছাত্রী ভর্তি করা হবে। ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা ও আগামী জানুয়ারিতে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। 
১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে এখানে প্রথম ছাত্র ভর্তি করা হয়। ওআইসির তত্ত্বাবধান ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়।

বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

জামিনের পর ফের গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র


এবিসি নিউজ
গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) সাময়িক বরখাস্তকৃত মেয়র  ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে জয়দেবপুর থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার গাজীপুরের মুখ্য মহানগর হাকিমের (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতে শুনানি শেষে বিচারক এম এ মান্নানকে গ্রেপ্তারের আদেশ দেন।

এ নিয়ে মান্নানের বিরুদ্ধে ২৬টি মামলা হয়েছে। আদালত থেকে ২৫ মামলায় তিনি এরই মধ্যে জামিন পেয়েছেন। সর্বশেষ দুদকের দায়ের করা মামলায় গতকাল হাইকোর্ট বিভাগ থেকে জামিন পান তিনি। এর পরপরই একই দিন তাঁকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

গাজীপুর আদালতের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. রবিউল ইসলাম জানান, বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে নাশকতা সৃষ্টির জন্য বাস-ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে জানমালের ক্ষতিসাধনের জন্য গত বছরের ২৭ জানুয়ারি বিকেলে গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় গোপন বৈঠক করছিলেন জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। ওই খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে জেলা জামায়াতের আমির আবুল হাশেম ও মহানগর জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক নাসরুল্লাহকে ১০টি পেট্রলবোমাসহ আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে জামায়াত-বিএনপির ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে জয়দেবপুর থানায় মামলা করেন।

পরে মামলার তদন্তকালে ওই ঘটনার সঙ্গে অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম ওই মামলায় তাঁকে (এম এ মান্নান) গ্রেপ্তারের  জন্য বুধবার আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিকেলে শুনানি শেষে গাজীপুরের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল হাই ওই আবেদন মঞ্জুর করে এম এ মান্নানকে গ্রেপ্তার দেখান (শ্যোন অ্যারেস্ট)।

অধ্যাপক এম এ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, সর্বশেষ বুধবার হাইকোর্ট থেকে জয়দেবপুর থানায় দায়ের করা দুদকের একটি মামলায় জামিন লাভ করেন অধ্যাপক এম এ মান্নান। এরপর বুধবারই তাঁকে জয়দেবপুর থানার আরো একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হলো।  

অধ্যাপক এম এ মান্নানকে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রাখা হয়েছে। তিনি বিএনপির সদ্যঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।

গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় একই বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারার ডিওএইচএসের নিজ বাসা থেকে অধ্যাপক এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। মোট ২২টি মামলায় ১৩ মাস কারাগারে থাকার পর গত ২ মার্চ তিনি জামিনে কারামুক্ত হন।

গত বছরের ১৯ আগস্ট অধ্যাপক এম এ মান্নানকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। এরপর তাঁর অবর্তমানে একই বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।