বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

কালিয়াকৈরে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা


এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈর পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বুধবার ১০টি রেস্তোরাঁর অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন মোবাইল কোর্ট। এ সময় একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, সাত - আট মাস আগে কালিয়াকৈর পুরোনো বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় অবৈধ গ্যাস-সংযোগ নেওয়া হয়। অবৈধভাবে গ্যাস-সংযোগ দিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সাভার এলাকার এক দালাল। এসব রেস্তোরাঁয় দুই ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে সারা দিন গ্যাসের চুলা জ্বলে। প্রতিটি রেস্তোরাঁয় চার থেকে ছয়টি গ্যাসের চুলা জ্বলে। এতে গ্যাস-সংকটে পড়েছেন এলাকার বৈধ গ্রাহকেরা।

বুধবার দিনব্যাপী ওই এলাকার বিভিন্ন রেস্তোরাঁর অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালান মোবাইল কোর্ট। কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চন্দ্রা জোনের ব্যবস্থাপক সুরুজ আলম, ডেপুটি ম্যানেজার সফিউদ্দিন আহমেদসহ তিতাসের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

অভিযানের সময় সোহাগ হোটেল, মালয়েশিয়া হোটেল, তাজমহল হোটেল, পলাশ মিষ্টান্ন ভান্ডার, তাপস মিষ্টান্ন ভান্ডার, আদি ভৃঙ্গরাজ মিষ্টান্ন ভান্ডার নামের দুটি হোটেল, নিউ স্টার রেস্টুরেন্ট, মুক্তা হোটেলসহ ১০টি রেস্তোরাঁর অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় মালয়েশিয়া হোটেলের ম্যানেজার সোহাগ মিয়াকে আটক করা হয়। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে ২০০ ফুট পাইপ, ১০টি রাইজার ও ২৫টি চুলা জব্দ করা হয়।

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের চন্দ্রা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, অবৈধ সংযোগকারীদের আইনের আওতায় আনতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মেয়র মান্নানের জামিন, মুক্তিতে বাধা নেই


এবিসি নিউজ
গাজীপুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িকভাবে বরখাস্ত মেয়র এম এ মান্নানকে তিন মাসের জামিন দিয়েছেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ।একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও জারি করেছেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা ও আবু হানিফ। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

চলতি বছরের জুন মাসে সিটি কর্পোরেশনের আয়-ব্যয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন। এই মামলায় তিনি জামিন চেয়ে হাইকোর্ট বিভাগে আবেদন করলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। তার বিরুদ্ধে মোট ২৯ মামলার সবকটিতে জামিন পাওয়ায় এখন আর মুক্তিতে তার কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মাসুদ রানা।

সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় হয়। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ হজার টাকা ব্যয় করা হয়। ব্যাংক হিসেবের মাধ্যমে যথাযথভাবে এই ব্যয় করা হয়নি বলে গত ১৩ জুন দুদকের উপ-পরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করেন।

কারাগারে থাকা অবস্থায় ওই মামলায় ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেফতার দেখানো হয়। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মেয়র মান্নান প্রথম দফায় গ্রেফতার হন। পরে তাকে ২২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেসব মামলায় হাইকোর্ট বিভাগ থেকে জামিন লাভের পর চলতি বছর ২ মার্চ তিনি জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর ১৫ এপ্রিল তাকে পুনরায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

টঙ্গীতে র‌্যাবের অভিযানে জেল-জরিমানা


এবিসি নিউজ
টঙ্গী, গাজীপুর

টঙ্গীতে র‌্যাব-১-এর মোবাইল কোর্ট মঙ্গলবার দুপুরে তিনটি হোটেল, রেস্তোরাঁর মালিক ও ব্যবস্থাপককে কারাদণ্ডসহ দেড় লাখ টাকা জরিমানা করেছেন। 

র‌্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে টঙ্গীর রেলস্টেশন এলাকার আজাদ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ রেস্তোরাঁকে ৫ হাজার টাকা, আজাদ গেস্ট হাউসের ব্যবস্থাপক মাসুম খানকে ৫০ হাজার টাকা এবং এর কর্মী হবিবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজাদ গেস্ট হাউসের মাসুম খানকে আরও ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তানিয়া নামের এক তরুণীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় র‌্যাব-১ এর ডিএডি মো. শাহজাহান মৃধা উপস্থিত ছিলেন।

শ্রীপুরে পিস্তল-গুলিসহ আটক ১


এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর

শ্রীপুরের বরমী এলাকা থেকে সোমবার রাতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। 

মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক ব্যক্তির নাম শংকর সাহা (৪০)। তিনি কুমিল্লার মুরাদনগর থানার ঠোলা এলাকার মৃত রমেশ সাহার ছেলে।

পুলিশ সুপার জানান, সোমবার রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকায় চুন্নী বাবুর রাইস মিলে অভিযান চালানো হয়। অভিযানে ওই রাইস মিলের ম্যানেজার শংকর সাহাকে আটক এবং তার নিকট থেকে ম্যাগজিন ভর্তি পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিনজন পালিয়ে যান।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

পুবাইলে ককটেলসহ ৪ শিবিরকর্মী গ্রেপ্তার


এবিসি নিউজ
জয়দেবপুর, গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থেকে চার শিবিরকর্মীকে আটক করেছেন পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি ককটেল, দুইটি ছোরা ও সরকার বিরোধী লিফলেট ও জিহাদী বই। রবিবার বিকেলে বসুগাঁও এলাকার একটি বাসা থেকে এসবসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রামের রাজিবপুর থানার নয়ারচর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে শহিদুল ইসলাম (২৩), নাটোরের লালপুর থানার ধুপইল গ্রামের মৃত অজিউল্লাহর ছেলে রমজান (২১), ময়মনসিংহের ত্রিশাল থানার রায়ের গ্রাম গ্রামের রুহুল আমীনের ছেলে জাহিদ হোসেন (২৪) ও জামালপুরের দেওয়ানগঞ্জের জোয়ানের চর গ্রামের লাল মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (১৯)। তাদের মধ্যে রমজান ও জাহিদুল ইসলাম কলেজছাত্র।

এ ব্যাপারে গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, রবিবার বিকেলে পুবাইল ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বসুগাঁও এলাকার গিয়াস উদ্দিনের একটি বাসা থেকে তাদের আটক করেন। শিবির কর্মী হলেও নাশকতার পরিকল্পনা করছিলেন কিনা রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

কালিয়াকৈরে গৃহবধূ খুন, স্বামী-সতিন গ্রেপ্তার


এবিসি নিউজ
কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈরের পূর্ব বড়ইছুটি এলাকায় রহিমা বেগম (২৫) নামে এক গৃহবধ‍ূকে দা দিয়ে জবাই করে খুনের ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে নিহতের স্বামী হযরত আলী ও তার তৃতীয় স্ত্রী কাজলী বেগমকে আটক করা হয়েছে। 

শনিবার রাত ২টার দিকে কালিয়াকৈর উপজেলার পূর্ব বড়ইছুট এলাকার মিজানের ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেঘরচুরি এলাকার হযরত আলীর দ্বিতীয় স্ত্রী। 

কালিয়াকৈর থানার এসআই মো. আশরাফুজ্জামান জানান, কালিয়াকৈর উপজেলার পূর্ব বড়ইছুটি এলাকায় মিজানের বাড়িতে হযরত আলী তার দুই স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন। রবিবার সকালে ওই বাড়ির অন্য লোকজন কালিয়াকৈর থানায় খুনের ঘটনার খবর দেন। 

সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী হযরত আলী ও তার তৃতীয় স্ত্রী কাজলী বেগমকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

শ্রীপুরে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি


এবিসি নিউজ
শ্রীপুর, গাজীপুর

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বোমা ফাটিয়ে সোনার দোকানে (জুয়েলার্স) ডাকাতি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের দোতলায় সংগীতা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন দোকান মালিকের ছেলে সুব্রত দাস (৩০), কর্মচারী চন্দন (৩০), স্থানীয় ট্রাকচালক সাগর আহমেদ (৩৫) ও তাঁর সহকারী সাজু মিয়া (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সংগীতা জুয়েলার্সে সাত-আটজনের ডাকাত দল হানা দেন। দোকানে ঢুকেই ডাকাত দল হাতবোমা ফাটিয়ে স্বর্ণালংকার লুট করেন। এরপর ডাকাতেরা একটি মাইক্রোবাসে করে ময়মনসিংহের দিকে দ্রুত পালিয়ে যান। ডাকাতদের ছোড়া বোমার স্প্লিন্টারে দোকানমালিকের ছেলেসহ চারজন আহত হন।

প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম বলেন, অস্ত্রধারী ডাকাতেরা দোকানের দুই নারী ক্রেতা ও চারজন কর্মচারীর বুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করেন। পরে প্রদর্শনী তাক (শেলফ) থেকে স্বর্ণালংকার লুট করেন। এ সময় দুই ডাকাত দোকানের সিন্দুক ভাঙার চেষ্টা করেন।

দোকানের মালিক শংকর চন্দ্র দাস বলেন, ডাকাতেরা তাঁর দোকান থেকে কমপক্ষে সাড়ে তিন শ ভরি স্বর্ণালংকার লুট করেছেন। তাঁর ছেলেসহ চারজন কর্মচারী দোকানে ছিলেন। এ সময় বাধা দিলে ডাকাতেরা বোমা নিক্ষেপ করেন।

মাওনা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘ডাকাতেরা পালানোর সময় ১৫-১৬টি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দে আতঙ্কে দোকান ফেলে পালিয়েছি। মনে হয়েছে, জঙ্গিরা বোমা ফাটিয়েছে।’

দোকান পরিদর্শনে আসা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বিভাগের সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

সোমবার, ১ আগস্ট, ২০১৬

শোক দিবস নিয়ে চাঁদাবাজি করলে ব্যবস্থা : সেতুমন্ত্রী


এবিসি নিউজ
কালীগঞ্জ, গাজীপুর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

সোমবার দুপুরে কালীগঞ্জের আব্দুল্লাহপুর- তেরমুখ-উলুখোলা সড়ক উদ্বোধন করে তিনি এ সব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফিতা কেটে ওই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করে আরো বলেন, ‘কিছু মানুষ আছে একটি উপলক্ষ পেলেই চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজির ঘটনারোধে আমাদের প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সে রয়েছেন। শোক দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট হয় এমন কোনো কর্মকান্ডে কেউ লিপ্ত হলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’  

সড়কটি নির্মাণের ফলে আব্দুল্লাহপুর থেকে নরসিংদী পর্যন্ত শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা আরো সুনিশ্চিত হয়েছে। বাস র‌্যাপিট ট্রান্সজিট চালু হলে বিকল্প রাস্তার প্রয়োজন হবে। এই রাস্তাটি তখন বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১২ কিলোমিটার এই সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।

শনিবার, ৩০ জুলাই, ২০১৬

কানে হেডফোন, প্রাণ কেড়ে নিল ট্রেন


এবিসি নিউজ
টঙ্গী, গাজীপুর

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২০) যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা-টঙ্গী রেললাইনে টঙ্গীর বৌবাজার এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতের পরণে ফিরোজা রংয়ের জিন্স প্যান্ট ও বেগুনি রংয়ের টি-শার্ট ছিল।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, ওই যুবক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, নিহতের কানে একটি হেডফোন পাওয়া গেছে।

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের ১ হাজার ৪২১ কোটি টাকার বাজেট ঘোষণা


এবিসি নিউজ
গাজীপুর

নতুন করে কোন প্রকার কর আরোপ ছাড়াই গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) ২০১৬-২০১৭ অর্থ-বছরের ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ চলতি অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন। 

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আতাউল্লাহ মণ্ডল, রফিজ উদ্দিন রফিজ প্রমুখ। এ সময় সিটি কর্পোরেশনের সচিব মো. আছলাম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর হোসেন, নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান কাজল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

২০১৬-২০১৭ অর্থবছরের এই ঘোষিত বাজেটে কোনো প্রকার উদ্বৃত্ত নেই। বাজেটে সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের অনুদান হতে ৯৬৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা। এ ছাড়া রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা এবং উন্নয়ন সরকারি খাতে ৮০ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, গাজীপুর সিটিকে পরিবেশ বান্ধব ও বাসযোগ্য একটি নগরী হিসেবে গড়ে তোলা হবে। নতুন এ সিটি কর্পোরেশনকে এগিয়ে নিতে তিনি সকল কাউন্সিলর ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন। 

ঘোষিত বাজেটের ৬৯ দশমিক ০৭ ভাগ বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের অনুদান থেকে, ১৩ দশমিক ০১ ভাগ গৃহ ও ভূমির উপর কর, ৫ দশমিক ৪৪ ভাগ সরকারি অনুদান এবং সেলামী ও অন্যান্য রাজস্ব আয় থেকে ৫ দশমিক ১৮ ভাগ আয় ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। একই বছরের  ১৮ আগস্ট মেয়র অধ্যাপক এম.এ মান্নান ও ৫৭ জন কাউন্সিলর এবং ১৯ জন নারী কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে বিভিন্ন মামলায় নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান কারাগারে থাকায় এবার সিটি কর্পোরেশনের ৩য় বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ


এবিসি নিউজ
গাজীপুর

শ্রীপুরের কাওরাইদে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান: জামালপুর থেকে ঢাকাগামী বহ্মপুত্র এক্সপ্রেস বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে কাওরাইদ এলাকায় এই দুর্ঘটনায় পড়ে - ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলেও বগিগুলো লাইনে রয়েছে - এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি - দুর্ঘটনার পর ঢাকা ও ময়মনসিংহে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করলে যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

এ দুর্ঘটনার পর ঢাকা থেকে ময়মনসিংহ ও জামালপুর হয়ে বাহাদুরাবাদ-জগন্নাথগঞ্জ ঘাটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকটি ট্রেন আশ-পাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

কাওরাইদ স্টেশনের মাস্টার মো. ইমদাদুল হক জানান, ট্রেনটির কিছু অংশ ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুরের শ্রীপুরের মধ্যে সংযোগকারী সেতুর ওপর এবং ইঞ্জিনসহ কিছু অংশ গাজীপুরের কাওরাইদ এলাকায় রয়েছে।

ইঞ্জিনের নিচে একটি ট্রলি আটকে থাকতে দেখা গেছে। হয়তো রাস্তা পারাপারের সময় ওই ট্রলি সেখানে আটকে যায়। আর তার সাথে সংঘর্ষের ফলেই ইঞ্জিন লাইনচ্যুত হয় বলে ধারণা করা হচ্ছে।

বুধবার, ২৭ জুলাই, ২০১৬

কালীগঞ্জে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্টের অভিযান, কিশোরীর মাকে জরিমানা


এবিসি নিউজ
কালীগঞ্জ, গাজীপুর

কালীগঞ্জের বাহাদুরসাদী গ্রামে এক কিশোরীকে (১৪) বিয়ে দেওয়ার অপরাধে তার মা রেহানা বেগমকে জরিমানা করেছেন মোবাইল কোর্ট।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ডাদেশ দেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বাহাদুরসাদী গ্রামে কবির হোসেনের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। এ খবরের ভিত্তিতে সেখানে থানার পুলিশের সহযোগিতায় বিকেলে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে ছেলের পক্ষের লোকজন ও মেয়ের বাবা পালিয়ে যান। এ সময় ওই বাড়ি থেকে কনে ও তার মা রেহানা বেগমকে ইউএনওর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান পরিচালিত মোবাইল কোর্ট রেহানা বেগমকে এক হাজার টাকা জরিমানা করেন।

‘প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না’ মর্মে মুচলেকাও দেন রেহানা। মেয়েটি উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার বলেন, বিয়ে না দেওয়ার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।